Ads

কিভাবে একটি ফ্রি ব্লগ তৈরী করব এবং ব্লগ তৈরি করার নিয়ম ও টিউটোরিয়াল - How to Create a Free Blog And Tutorials For Creating a Blog

কিভাবে ব্লগ তৈরী করবো ফ্রি তে আপনার ও যদি এমন প্রশ্ন থাকে তাহলে এই ব্লগ টি আপনার জন্যে !

আসসালামু আলাইকুম 


আজকাল ব্লগ বানানো এবং নিজের একটি ব্লগ তৈরী করা অনেকটাই সহজ এবং সরল হয়ে গেছে। কারণ আজ আমরা অনেক সহজে blogger.com বা WORDPRESS CMS দ্বারা একটি personal ব্লগ বানিয়ে নিতে পারি। এবং, ব্লগটি আপনি নিজেই কারো সাহায্য না নিয়েই বানাতে পারবেন। শুধু, আপনার জিনিস গুলি এক দুইবার ভালো করে বুঝে নিতে হবে।


হে, WordPress একটু আলাদা এবং তাতে ব্লগ তৈরি করার নিয়ম অল্প আলাদা । আর তাতে আপনার কিছু টাকা খরচ করতে লাগবে। কিন্তু, Google এর blogger দ্বারা আপনি ফ্রীতে কোনো টাকা খরচ না করেই ব্লগিং অথবা অন্য যে কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তাই, এই ব্লগটিতে আমি আপনাদের, Blogger website ব্যবহার করে কিভাবে ফ্রি ব্লগ সাইট খুলতে হয় তা বুঝিয়ে বলার চেষ্টা করব।


আর একটি কথা আমি আপনাদের বলে দিতে চাই। হে, প্রথমে আপনাদের blogger এ অল্প কষ্ট হতে পারে। কিন্তু, যখন আপনারা জিনিষগুলি ভালোকরে বুঝে যাবেন তখন আপনার blogging এ interest ও বাড়বে এবং ব্লগিং করে মজা পাবেন।


আজ লক্ষ লক্ষ লোকেরা blogging কে নিজেদের ব্যবসা (business) বানিয়ে নিয়েছেন এবং এর থেকে অনেক টাকা আয় করছেন। আপনিও যদি চান এই অনলাইন ব্যবসার লাভ নিতে পারবেন এবং ঘরে বসেই টাকা আয় করতে পারবেন।


শুধু মাত্র, ধর্য্য রাখবেন এবং লেগে থাকবেন আমার মত হলে হবে না।আর অন্য কাজের সাথে সাথে blogging এর বিষয়ে শিখতে থাকবেন। এতে আপনিও success হতে পারবেন।তবে একটা জিনিস মনে রাখবেন এইটাতে নির্বরশীল হবেন না।অন্য কাজের পাশাপাশি এইটা করবেন যদি স্টুডেন্ট হন তাহলে পড়া লিখার পাশাপাশি এইটা করতে পারেন।



ব্লগার কি ?

Blogger বা ব্লগার Google এর দ্বারা নির্মিত এমন একটি ফ্রি ওয়েবসাইট বা service যার ব্যবহার করে জেকেও নিজের একটি ব্লগ সাইট বানিয়ে নিতে পারবেন।Google এর product হওয়ার জন্য ব্লগার অনেক ভরসার এবং ব্লগ বানানোর জন্য অনেক কার্যকর সার্ভিস হিসেবে প্রমাণিত হয়েছেন। আজ অনেক লোকেরা এখানে নিজের একটি ব্লগ বানিয়ে তার থেকে টাকা আয় করছেন।


ব্লগার এ ব্লগ বানানোর জন্য কিসের প্রয়োজন ?


এখানে ব্লগ বানানোর জন্য আপনার কেবল একটি Google বা Gmail একাউন্টের  প্রয়োজন হবে এবং আপনি একটি একাউন্টেই অনেকগুলি ব্লগ বানিয়ে নিতে পারবেন। আপনার যদি জিমেইল একাউন্ট আছে তাহলে আপনিও একটি ব্লগ ব্লগারে বানাতে পারবেন। আর,যদি আপনার জিমেইল একাউন্ট না থাকে একটি তৈরি করে নিন যদিও জিমেইল ছারা মানুষ বর এই পৃথিবী তে ভাল মানুষ পাওয়া দুইটাই প্রায় অসম্ভব।Blogger এ আপনি ফ্রীতেই ব্লগ বানাতে পারবেন। আপনার কোনোরকম টাকা দেয়ার প্রয়োজন হবেনা বা অন্য কোনো জিনিসে যেমন hosting বা domain কিনতে হবে না । এটি পুরোপুরি ফ্রি এবং এখানে বানানো ব্লগে adsense এর দ্বারা টাকা আয় করার সুযোগ আপনি পাবেন।তবে টপ লেবেল ডোমেইন নিতে পারলে ভাল হয় যেমন আপনারনাম.xyz  এটি এখন একটি বার্গার থেকে সস্তা তে পাবেন তার জন্য একদিন পেটের বাত্তি নিবাইয়া ১৩০/৫০টাকা বাচাইয়া তা নিয়ে আপনার নিকটের লোগজন এর কেউর বিকাশ অথবা রকেট একাউন্ট থাকলে তা দিয়ে দেশের প্রবাইডর দের থেকে ডোমেইন নিতে পারেন।নিতে পারলে ভাল আর না পরলে সমস্যা নেই তবে রিকমন্ডেট রইল।আর এইটার লাভ কি কি তা বুজতে গোগাল করতে পারেন বা ইউটিউব এ ভিডিও দেখে নিতে পারেন।আর আরেকটি কথা ফ্রিতে ও ডোমেইন পাওয়ূ যাই তবে যদি তাতে এডসেন্স পাওয়া যাই তাহলে আমি আরেক্টি ব্লগ করব এটা নিয়ে।আর ফ্রি তে কি ভাবে ডোমেইন নেয়া যাই তা পড়তে এখানে ক্লিক করুন।আচ্ছা ত আর দেরি না করি চলেন নিচে আমরা blogger এ একটি ব্লগ কিভাবে বানাবো তার নিয়ম জেনেনেই।



কিভাবে ব্লগারে ব্লগ তৈরী করবো অথবা ব্লগ খোলার নিয়ম কি কি?

Blogger এ ব্লগ বানানোর জন্য আপনি laptop বা computer ব্যবহার করতে পারলে ভাল মোবাইল এ ও করতে পারবেন একই দেখাই তবে একটু ছোট ইসক্রিন এটোকি পার্থক্য তবে যেই ডিবাইস ই করেন তাতে internet connection থাকাটা জরুরি।এবং,আমি আগেই বলেছি যে ব্লগ বানানোর জন্য আপনার একটি Gmail বা Google একাউন্টের প্রয়োজন হবে।তার পর steps গুলি follow করে ব্লগারে নিজের একটি ব্লগ বানিয়ে নিতে পারবেন।


তাহলে চলেন, এখন আমরা ব্লগ খোলার নিয়ম গুলি জেনেনেই !


 ১/ Google account লগইন করুন !


সর্বপ্রথম আপনার নিজের computer বা laptop থেকে Blogger.com ওয়েবসাইটে যেতে হবে।এবং আপনার গোগল একাউন্ট টি লগিন করতে হবে।দেখুন সব ত একটি ব্লগ এ এক্সপ্লেইন করা সম্ভব হই না যদি মনে হয় কিছু মিসিং আছে তবে তার কমেন্ট করুন বা খুজাখুজি করে দেখুন সমাধান পাওয়া যাই কি না।


২/Login করা হয়ে গেলে কি কি করতে হবে !


আপনি login করার পর এমন একটি পেইজ দেখতে পাবেন।এখানে আপনি আপনার নামটি দিবেন !


put your selected name here


নামটি দেয়ার সময় অবস্যই আপনার ওয়েবসাইট এর নামটি দিবেন কিংবা আপনার নাম দিবেন। মনে রাখবেন আপনার এখানে দেয়া নামটি আপনার ব্লগে লেখা আর্টিকেলে দেখানো হবে।মানে এই নামটি দিয়েই আপনার আর্টিকেল গুলি publish বা প্রচার করা হবে আপনার ব্লগে।আপনি যেকোনো নাম দিতে পারেন যেমন আমি দিয়েছি “bdblogszone”।নামটি দেয়া হয়ে গেলে আপনি নেক্সট এ ক্লিক করুন।নেক্ট এ ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এমন একটি পেইজ! 



choice your website address here




এখন এখানে আপনি আপনার ওয়েসাইট এর এড্রেস দিবেন যেমন ধরুন আমাদের ওয়েবসাইট টির এড্রেস হল bdblogszone.blogspot.com  আপনি আপনার পছেন্দের এড্রেসটি এখানে দিবেন সুধু মাত্র সবুজ মার্কস করা লিখাটা আপনি দিবেন বাকি লাল লিখাগুলি দিলে হবে না  লাল লিখা গুলি দেখুন ডানে লিখা রয়েছে।আচ্ছা এখন আপনার এড্রেস দিয়া হলে নেক্সট এ ক্লিক করুন।তার পর আপনি দেখতে পাবেন !



choice your blogs display name here


এখানে আপনি আপনার ব্লগ এর নামটি দিবেন যা কেউ যদি আপনার ব্লগটি সার্চ করে তাহলে আপনার ওয়েবসাইট টি লোড হওয়ার পর লিংক এর যায়গার এইটা দেখা যাবে যা সবার চোখে পরবে এবং এইটি গোগল এ আপনার সর্বপ্রথম দেখাবে যা আপনার ওয়েবসাইট এর জন্য ভাল একটা ভূমিকা পালন করবে।এইটা অবস্যই আপনি সুন্দর করে দিবেন ২ কিংবা ৩ শব্দের মধ্যে যেমন ধরুন  বিডি ব্লগস জোন এই ভাবে আপনি আপনার টা দিবেন যা আপনার ওয়েবসাইট এর নাম হবে।দেয়া হয়ে গেলে ফিনিশ এ ক্লিক করুন।তার পর আপনি দেখতে পাবেন।




creat your pages and posts and make them live





এখান থেকে আপনি পেইজ কিংবা পোস্ট যা  পাবলিশ করবেন তা ই সবাই দেখতে পাবে।আচ্ছা এখন আপনার একাউন্ট বানান শেষ।তার মানে হল আপনার দ্বিতীয় বৃহৎ কাজ সম্পূর্ণ করা শেশ।



৩/ একটি টেমপ্লেট ইন্সটল করুন !


এখন আপনি একটি টেমপ্লেট  ইস্টোল করতে হবে।তার কারন হল ব্লগার থেকে আপনি যেই টেমপ্লেট গুলি পাবেন তা দিয়ে আপনার ওয়েবসাইট কিংবা বল্গ টি রাজার আমলের চিঠির মত দেখা যাবে যা দেখার পর আপনার ভিসিটর দেখার পর হতাশ হয়ে যেতে পারে।দেখুন টেম্পলেট এর অভাব নেই শুধু রংচঙ্গা নিলেই হবে না আপনার কন্টেন্ট এর সাথে যাবে তেমন একটি টেম্পলেট নিবেন।নিউজ হলে নিউজ এর সাথে যাবে এমন একটি নিবেন আর ব্লগ হলে তার জন্য নিবেন এবং পোর্টফলিও হলে আপনি তার জন্য নিবেন খেয়াল রাখবেন আপনার লোগো টেম্পলেট ইত্যাদি যা আছে যতটুকো সম্ভব মেচিং রাখার।তাতে আপনার সাইটি অনেকখানি ভাল এবং আকর্ষণীয় দেখাবে যা ভিসিটর দের চোখ বলবে ওয়াও আর ওয়াও না কি বলবে কে জানে তবে তাদের ভাল লাগবে।এখন টেম্পলেট ইস্টোল করার জন্য ডেসবোর্ড থেকে themes এ ক্লিক করুন তার পর দেখতে পাবেন অনেক গুলি themes এবং সবার উপরে customise এবং সাথে একটা arrow !


Click on arrow to open menu
Click on arrow to open menu

 


আপনি arrow  তে ক্লিক করুন।তার পর আপনি দেখতে পাবেন ৪ টি ওপশন !



click edit html to put your code
click edit html to put your code



আপনি ৪টি ওপশন থকে edit html  এই টি তে ক্লিক করবেন তার পর সেখানে একটি কোড এর একটি পেইজ খুলবে আপনি সেখান থকে সব গুলি সিলেক্ট করে Ctrl + A ক্লিক করে সব সিলেক্ট করে ←BackSpace দিয়ে সব গুলি মুছে ফেলুন।এখন আপনার পেইজটি সাদা মরুভূমি হয়ে যাবে তার পর আপনি যদি ব্লগিং এর জন্য টেম্পলেট ব্যাবহার করেন তাহলে আমরা যেটা ইউজ করছি এইটা ব্যাবহার করতে পারেন পরবর্তিতে অন্য টেম্পলেট নিয়ে নিবেন কোন সমস্যা নেই।আমাদের ইউজ করা টেম্পলেট পেতে এখানে ক্লিক করুন। এইটি একটি টেক্সট ফাইল এইটি পাবার পর আপনি এইটিকে ওপেন করুন।তার পর Ctrl +A  দিয়ে পুরো টা কপি করে আপনার পেইজে Ctrl + V দিয়ে পেষ্ট করে দিন।তার পর উপর এর ডান দিকে দেখতে পাবেন ফাইল এর মত লোগু দেয়া মানে সেইভ বাটন। ক্লিক করুন।কিছু খন ওপেক্ষা করুন হয়ে যাওয়ার পর নিচে দেখবেন updated বলে একটা নোটিফিকেশন আসবে আপনার থিম ইনস্টল করা শেষ।তার মানে হল আপনি তৃতীয় ধাপের কাজ সম্পূর্ণ করলেন।আচ্ছা ত টেম্পলেট ইন্সটল হবার পর এটা দেখতে আপনি আপনার ওয়েবসাইট খুলুন তার জন্য যেই এড্রেস টি ব্যবহার করেছে তা এবং .blogspot.com দিয়ে সার্চ করুন যেমন bdblogszone.blogspot.com !তার পর আপনার পেইজ টি দেখতে এমন দেখাবে !




after install your template will look like this
after install your template will look like this


যদি এমন হই তাহলে সব ঠিক ঠাক আছে এখন আপনি কিছু কাস্টমাইজ করতে হবে যেমন আপনার সোসাল লিকং লোগু এবং পাইবেসি এবাউট আস এই পেইজ গুলি আর আপনার মেনিউ গুলি এই গুলি করতে ডেসবোর্ড এ গিয়ে Layout এই টাতে যেতে হবে।এখান থেকে দেখে দেখে যা যা দিতে হবে দিয়ে দিবেন এবং ৩ টি পেইজ বানাবে ১/About us ২/contact us ৩/privacy policy এগুলি হয়ে যাবার পর পোস্ট আপনার পোস্ট সেয়ার করুন।


আপনারা শিখলেন কিভাবে ব্লগার দিয়ে একটি   ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হই এবং তাতে কিভাবে টেম্পলেট ইন্সটল করতে হই।যদি আপনাদের কাষ্টমাইজ করার জন্য ব্লগ লাগে তাহলে এই বেপারে ও ব্লগ দিব। আশা করি কাষ্টমাইজ গুলি করে নিতে পারবেন  নিজে নিজে Layout ওপশন এ গিয়ে কারন যা যা লাগবে তা লিখা রয়েছে শুধু দেখে দেখে একটা একটা করে কমপ্লিট করবেন।তার পরে না পারলে জানাবেন।আর পোস্ট করার জন্য আপনি ডেসবোর্ড এ দেখতে পাবেন পোস্ট ওপসেন! ক্লিক করুন এবং নতুন পোস্ট ক্রিয়েট করুন এবং পাবলিশ করুন।এই এব্যাপারে আমরা অন্য কোন ব্লগ এ কথা বলব । যদি এই ব্লগ টি আপনি মনে করেন ভাল হয়েছে তাহলে অবশ্যই সেয়ার করুন এবং কমেন্ট করুন আর সময় থাকলে আমাদের বাকি ব্লগ গুলি পড়ুন আর নতুন ব্লগ আসলে পড়ার জন্য দাওয়াত রইল অবশ্যই পড়তে আসবেন এবং পেট ভরে পড়ে যাবেন ভাল থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রহমাতআল্লাহ !


0 Response to "কিভাবে একটি ফ্রি ব্লগ তৈরী করব এবং ব্লগ তৈরি করার নিয়ম ও টিউটোরিয়াল - How to Create a Free Blog And Tutorials For Creating a Blog"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads