মোবাইল কিবোর্ড দিয়ে কম্পিউটারে বাংলা টাইপ করব কিভাবে - How to type Bangla on computer with mobile keyboard
Thursday, March 10, 2022
Add Comment
আপনার কম্পিউটার এর কিবোর্ড এ সমস্যা অথবা আপনার কম্পিউটার এর কিবোর্ড দিয়ে বাংলা লিখতে সমস্যা হয়।তাহলে এই ব্লগটি আপনার জন্য
আসসালামু আলাইকুম সবাইকে
তা হল
১/আপনার মোবাইল এ ভাল একটা কিবোর্ড এপ থাকতে হবে যা দিয়ে আপনি বাংলা এবং ইংলিশ কোন জামেলা ছাড়া লিখতে পারেন
২/মোবাইল এ আর এক টি এপ থাকতে হবে যার নাম হল unified remote
৩/আপনার কম্পিউটার বা ল্যাপটপ এ unified remote এর একটি সার্বার
এইগুলো যদি আপনার পেতে সমস্যা হয় তাহলে আপনি এখান থেকে ডাউলড করে নিতে পারেন !
১/আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর জন্য
৩/যদি আপনার মোবাইলটি আওয়েস হই
আপনার যদি মোবাইল এবং কম্পিউটার এ এই গুলি ইন্টোল করা হয়ে যাই তাহলে আপনি এখন সর্বপ্রথম কম্পিউটার এ unified remote টি ওপেন করুন এবং তার পর আপনি আপনার মোবাইল এর এপটি ওপেন করুন।মেবাইলে ওপেন করার পর আপনি হাতের বামে 3line মেনিউ ওপেন করুন এবং servers নামক ওপশন এ ক্লিক করুন।আপনাকে কিছুই করতে হবে আপনি অটোমেটিক দেখতে পাবেন আপনার কম্পিউটার এর নাম টি আসবে আপনি তাতে ক্লিক করুন। ওকে আপনার কানেক্ট করা শেষ।এখন আবার 3line মেনিউ তে ক্লিক করে remotes এই ওপশন টি তে ক্লিক করুন ! এখন আপনি দেখতে পাবেন এখানে ওনেক গুলি ওপশন আপনাকে Basic Input এই টি তে ক্লিক করতে হবে! তার পর আপনি দেখতে পাবেন একটি মাউস পেড এবং নিচে কিবোর্ড এর অপশন! আপনি যখন কিবোর্ড এ ক্লিক করবেন তখন দেখতে পাবেন তাদের ঘুম ধরান একটি কিবোর্ড যা কম্পিউটার এর কিবোর্ড এর মত! এই কিবোর্ড দিয়ে আপনি শুধু ইংরেজি লিখতে পারবেন! যেহুতু আপনার আমাদের ধরকার বাংলা এবং ইংরেজী উভয় ভাষা তাই আমারা আমাদের পছেন্দের কিবোর্ড টি পরিবর্তন করে নিব। যদি আপনি আপনার মোবাইল কিবোর্ড পরিবর্তন করতে না পারেন তাহলে আপনার মোবাইল এর নাম দিয়ে গোগল এ সার্চ করুন আশা করি পেয়ে যাবেন।
আচ্ছা এখন কথা হল শুধু ইংরেজী লিখব তার পর ও কি পরিবর্তন করব unified remote এর ডিফল্ট কিবোর্ড টি এর উত্তর হল : হে। তার কারন হল আপনি তাদের ডিফল্কিট বোর্ড টি যখন ইউস করবেন তখন আপনি মাউস এর কাজের জন্য বারবার আপনার কিবোর্ড ওপেন এবং ক্লোজ করতে হবে যা টাইপিং ইস্পিড কমিয়ে দেয়!আর যদি আপনি আপনার মোবাইল এর কিবোর্ড টি ইউজ করেন তাহলে দেখতে পাবেন অর্ধেক আপনার কিবোর্ড এবং বাকি অর্ধেক এ মাউস পেড যা দিয়ে আনি লিখার ভুল হলে সহজে ই ঠিক করতে পারবেন।
টাইপিং ইস্পিড কেমন এটাতে কি টাইপিং কোন ইসু আসে বা টাইপিং স্লো হই ?
বিশ্বাস করেন রাসেল ভাই !এই কিবোর্ড এ কোন ডিলে কিংবা সার্বার ডিসকানেক্ট এর সমস্যা আমার চোখে পরে নাই বরং আমি এইটা ইউজ করে কম্পিউটার কিবোর্ড থেকে ফার্স্ট লিখি।মোট কথা আপনার মোবাইল এ যত তারাতরি লিখতে পারবেন সেই স্পিড ই আপনার লিখা হবে কোন ধরনের প্রোবলেম এ পরতে হবে না।
ব্লগ টি ভাল লাগলে সেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আর ব্লগ এর দাওয়াত রইল আবার আসবেন আমাদের বিডি ব্লগস জোন এ এবং ভাল থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রহমান আল্লাহ
মোবাইল এ বাংলা লিখার জন্য ভাল কিবোর্ড এর ধকার হলে আপনি আমাদের এই ব্লগ টি তে ঘুরে আসুন !
Genrerating Link.... 15 seconds.
Your Link is Ready.
0 Response to "মোবাইল কিবোর্ড দিয়ে কম্পিউটারে বাংলা টাইপ করব কিভাবে - How to type Bangla on computer with mobile keyboard"
Post a Comment